ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বনশ্রীর ঘটনায় মামলা

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ২২:৩৫:২৩
বনশ্রীর ঘটনায় মামলা

ডুয়া নিউজ : সম্প্রতি সারাদেশে বেড়েছে ছিনতাই, ডাকাতি, হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসী কার্যক্রম। এর মধ্যে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে বিপুল পরিমাণ সোনা ও এক লাখ টাকা লুটের ঘটনা নাড়া দিয়েছে দেশবাসীকে। এবার নারকীয় এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী। মামলার এজাহারে অজ্ঞাতপরিচয় ৬ থেকে ৭ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) রামপুরা থানায় বাদী হয়ে মামলাটি করেন ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী হোসনেয়ারা।

সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।

তিনি বলেন, “গুলিবিদ্ধ ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী হোসনেয়ারা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এজাহারে ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া ১৬০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ডাকাতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এজাহারে।”

আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্তের পর আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৩) কে গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ১৬০ ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে