ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশিদের জন্য রোমানিয়ায় স্কলারশিপ; মাসিক ভাতাসহ অন্যান্য সুবিধা

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ২১:৫৬:৫২
বাংলাদেশিদের জন্য রোমানিয়ায় স্কলারশিপ; মাসিক ভাতাসহ অন্যান্য সুবিধা

ডুয়া ডেস্ক : প্রতিবছর রোমানিয়ার সরকার ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এমন দেশগুলোর নাগরিকদের জন্য উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

রোমানিয়ার উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো হলো: ইউনিভার্সিটি অব বুখারেস্ট, বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ, বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি, আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা, ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াস ইত্যাদি।

আবেদনকারীরা রোমানিয়ায় ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি যেকোনো পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন।

বৃত্তির সুযোগ-সুবিধা:

- রেজিস্ট্রেশন ফি

- সম্পূর্ণ টিউশন ফি

- বিনামূল্যে আবাসন

- স্নাতক পর্যায়ে ৬৫ ইউরো (মাসিক)

- স্নাতকোত্তর পর্যায়ে ৭৫ ইউরো (মাসিক)

- পিএইচডি পর্যায়ে ৮৫ ইউরো (মাসিক)

বৃত্তির মেয়াদ:

- স্নাতক: ৩ থেকে ৬ বছর

- স্নাতকোত্তর: ১.৫ থেকে ২ বছর

- পিএইচডি: ৩ থেকে ৪ বছর

স্কলারশিপের আবেদন করতে যা প্রয়োজন:

- আবেদন ফরম

- আগ্রহী বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরম

- শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্টের কপি

- জন্মনিবন্ধন/বার্থ সার্টিফিকেটের কপি

- পাসপোর্টের বায়োগ্রাফিক্যাল পেজ ও প্রথম তিন পৃষ্ঠা

- মেডিকেল সার্টিফিকেট

- ইউরোপাস ফরম্যাটে সিভি

- সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

- প্রয়োজনে ইংরেজি, ফ্রেঞ্চ বা রোমানিয়ান ভাষার দক্ষতার সনদ

অধ্যয়ন ক্ষেত্র: স্থাপত্য, ভিজ্যুয়াল আর্ট, রোমানিয়ান সংস্কৃতি ও সভ্যতা, সাংবাদিকতা, রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক ও মানববিজ্ঞান, প্রযুক্তিগত অধ্যয়ন, তেল ও গ্যাস, কৃষিবিজ্ঞান ও পশু চিকিৎসা।

অধ্যয়ন ভাষা: স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষা জানতে হবে, কারণ এ দুটি স্তরের কোর্স রোমানিয়ান ভাষায় পরিচালিত হয়। তবে যারা রোমানিয়ান ভাষা জানেন না, তাদের জন্য ভাষা শিখতে সুযোগ থাকবে। পিএইচডি স্তরের শিক্ষার্থীরা রোমানিয়ান ভাষা ছাড়াও অন্য ভাষায় পড়াশোনা করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশ ছাড়া অন্য যেকোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবেনপ্রার্থীকে রোমানিয়ার নাগরিকত্ব না থাকা আবশ্যকস্নাতক ও স্নাতকোত্তরের জন্য বয়স ৩৫ বছরের মধ্যে, এবং পিএইচডি প্রার্থীদের জন্য বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে

আবেদনের পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৫

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে