ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাদক অধিদপ্তরে কর্মচারীদের বিক্ষোভ,কার্যালয়ে অবরুদ্ধ ডিজি

২০২৪ ডিসেম্বর ১৫ ১৪:০০:৪৭
মাদক অধিদপ্তরে কর্মচারীদের বিক্ষোভ,কার্যালয়ে অবরুদ্ধ ডিজি

ডুয়ানিউজ প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় বিক্ষুব্ধ কর্মীরা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে অফিসে অবরুদ্ধ করে রেখেছেন।

বিক্ষুব্ধ কর্মীদের দাবি, দীর্ঘসময় ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এই পদের নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের ধৈর্য্যচ্যুতি ঘটেছে।

তারা জানান, নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না। অথচ কর্তৃপক্ষ তাদের সমস্যা সমাধানে এখনও কোনো উদ্যোগ নেয়নি।

বিক্ষোভরত কর্মীরা সরাসরি ডিজির অফিসের সামনে অবস্থান নিয়ে নিয়োগের বিষয়ে সুস্পষ্ট জবাব দাবি করেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে।

অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, "কর্মীদের অসন্তোষ দীর্ঘকাল ধরে চলছে। কিন্তু হঠাৎ করে এভাবে উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।"

শেষ খবর অনুযায়ী, অধিদপ্তরে উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত উদ্যোগ নিচ্ছে।

মামুন/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে