ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই ১৫০ রিসোর্ট-দোকান-বসতঘর

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ২১:৩২:৩১
৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই ১৫০ রিসোর্ট-দোকান-বসতঘর

ডুয়া নিউজ : দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুনে লেগেছে। এতে প্রায় ১৫০টি রিসোর্ট, দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় ইকো ভ্যালি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। সেখান থেকে মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, দুপুর পৌনে ১টায় সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সাজেকের অধিকাংশ রিসোর্ট কাঠ ও বাঁশের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় সাজেক ভ্যালিতে দমকল স্টেশন না থাকায় এবং পানির অভাবের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। প্রথমে সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পাওয়ার পর খাগড়াছড়ির দীঘিনালা ও বাঘাইছড়ি উপজেলা থেকে দুটি দমকল ইউনিট রওনা দেয়। পাহাড়ি পথের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এরপর আগুন নেভানোর কাজ শুরু হলেও সাজেকে পানির অভাবের কারণে দূরবর্তী গ্রাম থেকে পানি আনা হতে থাকে। যার ফলে আগুন নিয়ন্ত্রণে নিতে বেশ সময় লাগে।

পরে খাগড়াছড়ি সদর থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে বাতাসের তীব্রতা ও পর্যাপ্ত পানির অভাবের কারণে আগুন নেভানো কঠিন হয়ে পড়ে। মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, “আগুনের তীব্রতা এবং পানির সংকটের কারণে ফায়ার সার্ভিস পৌঁছেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনে।”

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, “সবমিলিয়ে ১৫০টি রিসোর্ট, দোকান ও বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারের মাধ্যমে পানি ছিটানোর আলোচনা হলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় সেটা হয়নি।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে