ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ভিকারুননিসা নূন স্কুলে ধর্ষণবিরোধী বিক্ষোভ

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ২০:২২:৩৯
ভিকারুননিসা নূন স্কুলে ধর্ষণবিরোধী বিক্ষোভ

ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম ও ধর্ষণের ঘটনা বেড়েছে। এবার দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ বেড়ে যাওয়া ও এতে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বেইলী রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে এ বিক্ষোভ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা- ‘ছাত্রীরা আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘ধর্ষকের চামড়া, তুলে নেব আমরা’, ‘আমাদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘আমার বোনের নিরাপত্তা, দিতে হবে দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাতে ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

ভিকারুননিসার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রী বলেন, “ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ যদি কিছু করতে না পারে, তাহলে এমন পুলিশ আমাদের দরকার নেই।”

তিনি আরও বলেন, “আমরা দুপুর ১২টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি। তবে সরকার কোনো উদ্যোগ না নিলে আমাদের আন্দোলন চলতে থাকবে।”

এ সময় তারা দূর-দূরন্ত থেকে আসেন, এবং তাদের বাবা মা বাড়িতে দুশ্চিন্তায় থাকেন বলে জানান। এছাড়াও তারা নিরাপদে ঘরে ফিরতে এবং প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে