ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান

২০২৪ ডিসেম্বর ১৫ ১৩:৫৪:২৩
জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে বঞ্চিত কর্মকর্তাদের অবস্থান

ডুয়া প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা আওয়ামী লীগ সরকারের সময়ে বঞ্চিত হয়েছেন। তারা প্রজ্ঞাপনের দাবি জানিয়ে দপ্তরের সামনে অবস্থান করছেন এবং ভূতাপেক্ষ পদোন্নতির প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত ফিরে যাবেন না বলে জানিয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর বঞ্চিত প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা সচিবের দপ্তরের সামনে অবস্থান নিতে শুরু করেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য দপ্তরের বাইরে বের হলে বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে পড়েন তিনি। বেশ কয়েকজন কর্মকর্তা জনপ্রশাসন সচিবকে পদত্যাগ করার আহ্বান জানান। উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতিতে কর্মকর্তারা উচ্চস্বরে সচিবের প্রতি তাদের ক্ষোভ ও দুংখের অভিব্যক্তি জানান।

জবাবে জনপ্রশাসন সচিব জানান, বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এখনো তার কাছে কোন ফাইল আসেনি। তিনি বলেন, ফাইল আসলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে একদিনের বেশি সময় লাগবে না।

তৌহিদুর রহমান ১৯৮৫ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা যিনি উপসচিব পদ থেকে অবসর নিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, "আমি আমার ব্যাচের প্রথম ১০ জনের মধ্যে একজন ছিলাম। গত ১৬ বছরে পদোন্নতি পাইনি। তিনি সকল বঞ্চিত কর্মকর্তাদের পক্ষ থেকে জানান, "আমরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না।"

গত ১০ ডিসেম্বর বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে গঠিত কমিটি ৭৬৪ জন কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এর মধ্যে ১১৯ জন সচিব, ৪১ জন গ্রেড-১ কর্মকর্তা, ৫২৮ জন অতিরিক্ত সচিব, ৭২ জন যুগ্ম সচিব ও ৪ জন উপসচিব রয়েছেন।

জনপ্রশাসন সচিব বঞ্চিত কর্মকর্তাদের আশ্বস্ত করলেও সন্তুষ্ট হতে পারেননি বঞ্চিত কর্মকর্তারা। তারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবের দপ্তরের সামনে অবস্থান করবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে