ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ দিলো বাংলাদেশ

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৮:৪২:৩৬
নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ দিলো বাংলাদেশ

ডুয়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিথে ভারতের সঙ্গে প্রথম ম্যাচ হারের পর সেমিতে যেতে আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টিকে থাকার লড়াইয়ে আজ তানজিদ তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকার একাদশে না থাকায় নতুন বল সামলানোর দায়িত্ব নিজের কাঁধেই নেন অধিনায়ক। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফল হয়েছেন তিনি। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলেও এক প্রান্তে অন ম্যান আর্মি হিসেবে টিকে থাকেন শান্ত। তাতে ৭১ বলে ফিফটি স্পর্শ করেন অধিনায়ক। এরপরও দেখে-শুনে খেলছিলেন। তবে ৩৮তম ওভারে ও’রুর্ককে পুল করতে গিয়ে ভুল করেন বাংলাদেশ অধিনায়ক। একেবারেই টাইমিং হয়নি। বল সোজা উপরে ওঠে যায়। ব্রেসওয়েলের হাতে ধরা পড়ার আগে ১১০ বলে ৭৭ রান করেন তিনি।

৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান। তখন পর্যন্ত ১ রান নিয়ে উইকেটে ছিলেন রিশাদ। অপর অপরাজিত ব্যাটার জাকের আলির সংগ্রহ ২০ রান।

পাকিস্তানের রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে শুরুর পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও শান্ত। তবে গত ম্যাচের মতোই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তামিম। ভালো শুরুর পর দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফিরতে হয়েছে এই ওপেনারকে।

ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো স্পিন আক্রমণে আসে নিউজিল্যান্ড। আক্রমণে এসে সাফল্য পান মাইকেল ব্রেসওয়েল। ওভারের দ্বিতীয় বলটি মিডউইকেটে খেলতে চেয়েছিলেন তামিম, কিন্তু ভালো টাইমিং না হওয়ায় বলটি ধরা পড়ে কেন উইলিয়ামসনের হাতে। সাজঘরে ফেরার আগে তামিম ২৪ বলে ২৪ রান করেন।

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনে নেমে ব্যর্থ হন এই অলরাউন্ডার। যদিও উইকেটে এসেই বোলারের মাথার উপর দিয়ে দুর্দান্ত এক ছক্কা মেরে শুরু করেছিলেন, তবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। ইনিংসের ১২তম ওভারে উইল ওরুর্ককে অন সাইডে খেলতে গিয়ে মিড অনে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন। তার আগে ১৪ বলে ১৩ রান করেছেন তিনি।

মিরাজের পর উইকেটে এসে তাওহিদ হৃদয়ও ভুগেছেন। ব্যাটিং সহায়ক উইকেটেও কিউই বোলারদের মোকাবিলা করতে বেশ হিমশিম খেয়েছেন এই ব্যাটার। গত ম্যাচে সেঞ্চুরি করা হৃদয় আজ একেবারেই ব্যর্থ। ২৪ বল খেলে করেছেন মাত্র ৭ রান।

হৃদয়ের ধীরগতির ব্যাটিং দলের রান রেটেও প্রভাব ফেলেছে। ফলে উইকেটে এসেই বড় শট খেলার চেষ্টা করেন মুশফিকুর রহিম। কিন্তু তা উল্টো বিপদ ডেকে আনে। ২৩তম ওভারে ব্রেসওয়েলকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে রাচিন রবীন্দ্রের হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে তিনি ৫ বলে ২ রান করেন।

মুশফিক এবং হৃদয় দ্রুত ফিরে যাওয়ার পর বড় দায়িত্ব পড়ে মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। অভিজ্ঞ এই ব্যাটার অনেকবার দলকে বিপদ থেকে রক্ষা করেছেন, তবে এবার তা পারেননি। অল্পতেই ধৈর্য হারান তিনি। ২৭তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে ব্রেসওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি এবং ব্যাটের কানায় লেগে বল শর্ট থার্ডম্যানে চলে যায়, যেখানে দাঁড়িয়ে থাকা ওরুর্ক সহজেই ক্যাচটি গ্রহণ করেন। ৪ রান করে মাহমুদউল্লাহ ফিরে গেলে বিপদে পড়ে বাংলাদেশ।

সর্বশেষ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভারে ৪ উইকেট নেন শিশেল ব্রেসওয়েল। এছাড়া ও’রুর্ক নেন ২ উইকেট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে