ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে খেল দেখাচ্ছে ‘বি’ গ্রুপের শেয়ার, স্বস্তিতে বিনিয়োগকারীরা

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৭:৪৩:২২
শেয়ারবাজারে খেল দেখাচ্ছে ‘বি’ গ্রুপের শেয়ার, স্বস্তিতে বিনিয়োগকারীরা

ডুয়া ডেস্ক : শেয়ারবাজারে উত্থানের ধারায় এগিয়ে রয়েছে ‘বি’ ক্যাটাগরির শেয়ারগুলো। গত কয়েকদিন ধরে এই গ্রুপের শেয়ারগুলোর ধারাবাহিকভাবে দাম বাড়ছে, যা বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা শেয়ারগুলোর মধ্যে ৮টিই ছিল ‘বি’ গ্রুপের। এর মধ্যে ৫ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের এত আগ্রহ দেখা গেছে যে লেনদেনের শেষ দিকে শেয়ারগুলোর দাম দিনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এই জানা গেছে।

আজ দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির শেয়ার হলো- কাট্টালী টেক্সটাইল, বসুন্ধরা পেপার, দেশবন্ধু পলিমার, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, ইসলামিক ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, মোজাফ্ফর হোসাইন স্পিনিং, জাহিন স্পিনিং এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এরমধ্যে ‘বি’ ক্যাটাগরির ৮ কোম্পানি হলো- কাট্টালী টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, ইসলামিক ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, মোজাফ্ফর হোসাইন স্পিনিং, জাহিন স্পিনিং এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে কাট্টালী টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯ দশমিক ৭৯ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯ দশমিক ৪৭ শতাংশ, ইসলামীক ফাইন্যান্সের ৯ দশমিক ৩৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯ দশমিক ৩২ শতাংশ, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ৮ দশমিক ৯০ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬ দশমিক ১০ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া কোম্পানি কাট্টালী টেক্সটাইলের শেয়ার দর সর্বশেষ কমেছিল বুধবার (১৯ ফেব্রুয়ারি)। এরপর থেকে কোম্পানিটির শেয়ার দর আর নিম্নমুখী ধারায় দেখা যায়নি।

অন্যদিকে, দেশবন্ধু পলিমারের শেয়ার দরও সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি কমেছিল। এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর সর্বশেষ কমেছিল ১৩ ফেব্রুয়ারি। এরপর থেকে কোম্পানিটির শেয়ার দর দারুণ উর্ধমুখী প্রবণতায় রয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সর্বশেষ দর পতন দেখা গেছে, ইসলামিক ফাইন্যান্সের ১৯ ফেব্রয়ারি, শাইনপুকুর সিরামিকসের ১৮ ফেব্রুয়ারি, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ১৯ ফেব্রুয়ারি, জাহিন স্পিনিংয়ের ১৯ ফেব্রুয়ারি এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ দর পতন দেখা গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে