ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নতুন দল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নাগরিক কমিটি

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৭:৩০:৩২
নতুন দল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নাগরিক কমিটি

ঢাবি প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রুপায়ন টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নাগরিক কমিটি সূত্রে জানা যায়, আগামী ২৬ বা ২৭ ফেব্রুয়ারী দল ঘোষণা করা হবে। দল ঘোষণার যাবতীয় কার্যক্রম সাংবাদিকদের উদ্দ্যেশ্যে তুলে ধরা হবে। এতে নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখবেন।

এদিকে দল ঘোষণার আগে আগামীকাল উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে। সরকার থেকে পদত্যাগ করে তিনি দলের আহবায়কের দায়িত্ব নিবেন। তবে সদস্য সচিব কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এ পদে আলোচনায় আছেন তিনজন। তারা হলেন- নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে