ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৭:২৮:৩৩
শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

ডুয়া ডেস্ক : শেয়ারবাজারে ধীরে ধীরে ফিরে এসেছে চাঙাভাব। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারের সবকটি মূল্য সূচক বেড়েছে, পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, সোমবার ডিএসইতে মূল্য সূচক ও লেনদেনের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। আজ ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটে লেনদেন হয়, যার মধ্যে ১৭৩টির দাম বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৭২টি অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৪ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করছে, আর ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ২৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার চেয়ে ৫৬ কোটি ৭১ লাখ টাকা বেশি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে