ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতকে পেছনে ফেলতে না পারলে আমার নামও শাহবাজ নয়

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৬:৫৭:২৩
ভারতকে পেছনে ফেলতে না পারলে আমার নামও শাহবাজ নয়

ডুয়া ডেস্ক : পাকিস্তানকে ভারতের চেয়ে বৃহত্তর জাতি হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দেশটির ডেরা গাজি খানে বিশাল জনসভায় বক্তব্যকালে তিনি এ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমরা একদিন না একদিন ভারতকে পেছনে ফেলে দেব। আর তা করতে না পারলে আমার নামও শাহবাজ শরিফ নয়। আমরা দিনরাত কাজ করে পাকিস্তানকে একটি মহান জাতিতে পরিণত করব এবং ভারতের চেয়ে এগিয়ে যাব।’

তিনি সক্রিয় শাসন ও সংস্কারের মাধ্যমে পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

শাহবাজ শরিফ বলেন, তার সরকার অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে কাজ করছে, যার লক্ষ্য বিদেশি ঋণের ওপর পাকিস্তানের নির্ভরতা কমানো।

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আর ঋণের ওপর নির্ভর করব না। আমার নেতৃত্বে, পাকিস্তান একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াবে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে