ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যু

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৬:১৯:৫৮
মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যু

ডুয়া ডেস্ক : মালয়েশিয়ার একটি কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি, তবে তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুর্ঘটনাটি মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় ঘটে। আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার আই রোসলান মানস বলেন, সোমবার সময় সকাল ১০টার দিকে একটি জরুরি কল পাওয়ার পর বিপিপি চেংয়ের সহায়তায় ১২ জন দমকল কর্মী দ্রুত ঘটনাস্থলে যায়। আগুনে ট্রান্সফরমার রুমের ৪০ শতাংশ পুড়ে যায়। আগুনে চারজন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন।

তিনি বলেন, আটকে পড়াদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন বাংলাদেশি কর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে