ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত সরকারের

২০২৪ ডিসেম্বর ১৫ ১২:২৭:৪৫
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত সরকারের

ডুয়া প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের মূল বেতনের সঙ্গে অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা পাবেন।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকার এই ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বেতন স্কেল অনুযায়ী, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই মহার্ঘ ভাতা দেওয়া হবে।”

এছাড়া, সচিব বলেন, এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে যা বিষয়টির ওপর সুপারিশ দেবে।

তিনি আরও জানান, বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত সুপারিশের ভিত্তিতে এটি বাস্তবায়িত হবে।

মোখলেস উর রহমান বলেন, “প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে নির্দেশনা পেলে এক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে