ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৪:৪৫:৩৮
সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন

ডুয়া নিউজ: রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন লাগে, পরে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে এবং সাজেক অবকাশ রিসোর্টসহ আরও বেশ কিছু রিসোর্টে আগুন লেগে যায়। আগুন নেভানোর জন্য স্থানীয়রা এবং প্রশাসন কাজ করছে।

বাঘাইছড়ি উপজেলার ইউএনও শিরিন আক্তার জানিয়েছেন, আগুন নেভানোর জন্য স্থানীয় জনগণ ও প্রশাসন চেষ্টা চালাচ্ছে এবং দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এখন পর্যন্ত ১৫ থেকে ১৬টি রিসোর্ট পুড়ে গেছে, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নেভানোর জন্য চেষ্টা চালাচ্ছে। তবে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস আসতে অন্তত দুই ঘণ্টা সময় লাগবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে