ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার ১৩ ঘণ্টা গ‍্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৪:২৭:৩৭
মঙ্গলবার ১৩ ঘণ্টা গ‍্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

ডুয়া ডেস্ক : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এ কারণে আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর নদ্দাসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বারিধারা ডিপ্লোমেটিক জোন এর রোড নম্বর ১১, ১২, ১৩, ১৪ এলাকা, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি এবং সমগ্র বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তর-পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে