ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পুলিশের সেই বিপ্লব কুমার ও মেহেদি হাসান বরখাস্ত

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১২:৫২:৪৮
পুলিশের সেই বিপ্লব কুমার ও মেহেদি হাসান বরখাস্ত

ডুয়া ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির ট্রাফিক বিভাগের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসানকে সাময়িকভাবে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সই করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদি হাসান গত বছরের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে অবহিত না করেই এবং অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এর ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২(চ) বিধি অনুযায়ী তাদের ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে