ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শিক্ষার্থীদের আলটিমেটাম, পদত্যাগ নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১০:০৬:৫২
শিক্ষার্থীদের আলটিমেটাম, পদত্যাগ নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুয়া ডেস্ক: রাজধানীসহ সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় আজ দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি তুলেছেন ক্ষুব্ধ ছাত্র-জনতা। এ প্রেক্ষিতে তিনি তাঁর অবস্থান নিয়ে কথা বলেছেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, "যে কারণে তারা আমাকে পদত্যাগ করতে বলছেন সে পরিস্থিতি যদি আমি উন্নতি করতে পারি তাহলে পদত্যাগের প্রশ্নই আসবে না। আমি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করছি। আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরও হবে।"

তিনি বলেন, "আমরা যেভাবে হোক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করব। জরুরি প্রয়োজন অনুযায়ী আমাদের বাহিনী সবসময় রাস্তায় থাকবে এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করবে।" তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে টহল বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে এবং আগামীকাল থেকে অপরাধ নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ প্রকাশের প্রশ্নে তিনি বলেন, "আমি যে অবস্থায় দায়িত্ব নিয়েছিলাম সেখান থেকে দেশের পরিস্থিতি কার্যকরভাবে কতটা উন্নতি হয়েছে তা সাংবাদিকরা বলতে পারবেন।"

যেখানে প্রায় ৮ হাজার গ্রেপ্তার হয়েছে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডে কিছু অপ্রীতিকর ঘটনার জন্য কেন যথেষ্ট ব্যবস্থা নেয়া হয়নি জানালে তিনি বলেন, "গ্রেপ্তার কার্যক্রম চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"

তিনি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচেতন থাকার কথা জানান। "মা-বোনদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের যথেষ্ট নিরীক্ষণ রয়েছে" বলেন তিনি।

অবশ্যই সন্ত্রাস ও চুরি-ডাকাতির বিরুদ্ধে সবসময় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমাদের প্রচেষ্টা আগামীকাল থেকে আরও দৃশ্যমান উন্নতি দেখতে পাবেন।"

আগামীকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি এবং ছাত্র-জনতাকে দৃষ্টিকোণে রেখে সম্ভাব্য পদক্ষেপগুলোর প্রশংসা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে