ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সহকারী জজ পরীক্ষায় প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাদিয়া

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ২৩:০০:৪১
সহকারী জজ পরীক্ষায় প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাদিয়া

ডুয়া ডেস্ক : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। টানা তৃতীয়বার প্রথম স্থান অর্জনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ১৭তম বিজেএসে প্রথম স্থান অধিকার করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

জানা গেছে, হালিমাতুস সাদিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। সাদিয়ার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে।

এবারএখন চুড়ান্ত নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে মনোনীত ১০২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনজন সহকারী জজ হিসেবে মনোনীত হয়েছেন। তারা হলেন আইন বিভাগের ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থী সুব্রত পোদ্দার (৪৭তম স্থান) এবং ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী নূর-ই-নিশাত (৫২তম স্থান)।

প্রথম স্থান অর্জনকারী হালিমাতুস সাদিয়া বলেন, "এই অর্জন শুধু আমি একার নয়, মা-বাবা, শিক্ষক, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার। সবচেয়ে আনন্দ লাগছে এই ভেবে যে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। এর থেকে আনন্দ আর কী হতে পারে। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।"

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সকলকে অভিনন্দন জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন বলেন, 'দারুণ একটি সুসংবাদ পেয়ে আমরা অভিভূত ও অত্যন্ত আনন্দিত। নানান প্রতিবন্ধকতা জয় করে আমাদের শিক্ষার্থীরা যে কোনো জায়গায় যোগ্যতার প্রমাণ করতে পারে তারই উদাহরণ সহকারী জজে চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা। আমাদের বিশ্ববিদ্যালয়ে নানান সংকট থাকা সত্ত্বেও তারা যোগ্যতার প্রমাণ করতে সচেষ্ট।'

এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে