ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ২১:৩৯:৩৯
পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

ডুয়া নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠন হলে পদত্যাগ করে দলের দায়িত্ব নেবেন বলে জানান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে এরই মধ্যে তার পদত্যাগের গুঞ্জন উঠেছে।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন উঠলে রাতে তিনি সাফ জানিয়ে দেন পদত্যাগ করেননি।

এর আগেও পদত্যাগের বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন,“পত্রপত্রিকায় বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি যে, এভাবে আসা উচিত না। কারণ, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না।”

এদিকে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় গিয়ে ছিলেন। বের হওয়ার সময় তার গাড়িতে জাতীয় পতাকা দেখা যায়নি। সেই সময় তিনি গাড়িতে ছিলেন কিনা তা প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করতে পারেনি।

তখনি ছড়িয়ে পড়ে যে, হয়তো অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

এর কিছুক্ষণ পরেই এক প্রতিক্রিয়ায় তিনি সংবাদমাধ্যমকে জানান, আমি পদত্যাগ করিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে