ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ডিপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব আল হাসান

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ২১:১৩:৩৫
ডিপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব আল হাসান

ডুয়া ডেস্ক : গত বছরের ৫ আগস্টের পর থেকেই দেশছাড়া বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলে খেলতে আসেননি এই অলরাউন্ডর। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই দলে। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সংশ্লিষ্ট ক্লাবের কর্মকর্তাদের তিনি মৌখিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো আবেদন করেননি।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, সাকিবের হঠাৎ এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে। তার না খেলার কারণ এখনো স্পষ্ট নয়, তবে এটি ডিপিএলে রূপগঞ্জের পরিকল্পনায় বড় ধাক্কা হতে পারে।

প্রসঙ্গত, দুই দিনব্যাপী দলবদলের প্রথম দিনেই অনলাইনের মাধ্যমে রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সরাসরি উপস্থিত না হয়ে অনলাইনে নাম নিবন্ধন করেন তিনি। তবে চুক্তির খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা শুরু হয়—আসলেই কি এবার ডিপিএলে দেখা যাবে সাকিবকে?

মাত্র একদিনের মাথায় পাওয়া গেল এ প্রশ্নের উত্তর। আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে লিজেন্ডস অব রূপগঞ্জ জানিয়েছে, সাকিব তাদের সঙ্গে থাকছেন না। যদিও এখনো পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে সিসিডিএমকে নিজের সিদ্ধান্ত জানাননি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে