ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ঢাবি অ্যালামনাই নেত্ববৃন্দের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ২০:২৫:৪৭
ঢাবি অ্যালামনাই নেত্ববৃন্দের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সভায় ঢাবি ইউনিভার্সিটি কেন্দ্রীয় অ্যালামনাই ও ঢাবি ইউকে অ্যালামনাইর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কেন্দ্রীয় অ্যালমনাইর পক্ষে এর সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এবং সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, আবদুস সাত্তার মিয়াজী, রশিদ আহমেদ মামুন, বায়েজীদ বোস্তামী ও গোপাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ঢাবি অ্যালামনাই ইউকে’র পক্ষে এর সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সহ-সভাপতি অধীর রঞ্জন দাস তনু ও ড. সিরাজুল হক চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বুলবুল হাসান উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম বর্ণনা করতে গিয়ে আবদুল বারী ড্যানী বলেন, আমরা ডুয়া’র পক্ষে একটি জাতীয় নিউজ পোর্টাল চালু করেছি। যা একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অধীন ঢাবির সব অ্যালামনাইর মুখপত্র হিসাবে কাজ করবে।

তিনি বলেন, আমরা এ বছর থেকে শারীরিক প্রতিবন্ধীদের শতভাগ বৃত্তি কর্মসূচির আওতায় এনেছি। এছাড়া, বৃত্তির অর্থের পরিমাণ ২৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০০ টাকায় উন্নীত করেছি।

এছাড়া, বর্তমানে প্রতিবছর প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। আমরা এর সংখ্যা ১৪০০-তে বৃদ্ধি করার পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, আমরা দেশে ও বিদেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইগুলোকে এক ছাতার নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। যাতে আমাদের মধ্যে ভাতৃত্বপূর্ণ ও আন্তঃসম্পর্ক জোরদার ও শক্তিশালী হয়।

ঢাবি অ্যালামনাই ইউকে’র সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন ডাম্বেল বলেন, আমরা বাংলাদেশের পল্লী অঞ্চলে পরীক্ষামূলকভাবে হাইজেনিক নেপকিন ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছি। এ লক্ষ্যে বাংলাদেশের একটি এনজিও’র সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য কথাবার্তাও বলছি।

তিনি বলেন, ঢাবি অ্যালামনাই ইউকে যুক্তরাজ্য সরকারের অনুমোদিত একটি চ্যারিটি প্রতিষ্ঠান। আমরা সামাজিক উন্নয়নে নানা কর্মসূচি নিয়ে কাজ করছি।

সভায় ঢাবি অ্যালামনাই ইউকে’র পক্ষ থেকে প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে প্রতিবছর ৩৬ হাজার টাকা হিসাবে ৩ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে