ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মার্চে রোডম্যাপ, এপ্রিলে ডাকসু নির্বাচনের সম্ভাবনা

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৯:২৩:৪০
মার্চে রোডম্যাপ, এপ্রিলে ডাকসু নির্বাচনের সম্ভাবনা

ঢাবি প্রতিনিধি : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডাকসু নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন। তবে ফেব্রুয়ারি প্রায় শেষ হলেও নির্বাচনের কোনো উদ্যোগ দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, একুশে ফেব্রুয়ারি উদযাপনসহ বিভিন্ন কারণে ডাকসু নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। তবে মার্চে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতে পারে এবং এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডাকসুর আচরণবিধি, পরামর্শ প্রদান, ও গঠনতন্ত্র সংস্কারের জন্য গঠিত হয়ছে পৃথক তিনটি কমিটির কাজ শেষ পর্যায়ে বলে জানা যায়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, “আমাদের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে একই সাথে বই মেলা এবং একুশে ফেব্রুয়ারী এসব কেন্দ্রীকও যথেস্ট ব্যাস্ততা গিয়েছে। আবার তিনটি কমিটি কাজ করছে আলাদা করে সেখানেও সময় প্রয়োজন তাই ফেব্রুয়ারীতে সম্ভব হয়নি। আমরা এখনো স্টেকহোল্ডারদের সাথে কথা বলছি। বারবার বসছি।তাই সময় লাগছে।”

তিনি আরও বলেন, “আমাদের তিনটি কমিটির কাজই শেষের দিকে। আমাদের কাজ গুলোর ড্রাফ্ট প্রায় চুড়ান্ত ৷ আসলে অনেকরকম স্টেকহোল্ডার থাকায় সবার সাথেই কথা বলতে হচ্ছে।”

ড. সাইফুদ্দীন বলেন, ‘শিক্ষার্থী, শিক্ষক, ছাত্রসংগঠন সবার সাথেই কথা বলতে হয়৷ আবার সবাইকে সমান ভাবে সন্তুষ্ট করে কিছু করাটাও কঠিন। গঠনতন্ত্রের বিষয়ে আমরা সব সংগঠনের মতামত নিয়েছি। এখন যাচাই বাছাই শেষের দিকে।’

তিনি আরও বলেন, ‘পরামর্শ প্রদানের বিষয়টির ক্ষেত্রে আমরা দুজন অভিজ্ঞ মানুষকে সাথে নিয়েছি। একজন হলো প্রফেসর ড.শরিফউল্লাহ ভুইয়্যা তিনি ইতিহাস বিভাগের শিক্ষক এবং ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান। এ দুজন অতীতে ডাকসু নির্বাচন দেখেছেন এবং ডাকসুর নির্বাচন বিষয়ে তারা বেশ অভিজ্ঞ। তাদের পরামর্শ আমরা গ্রহণ করছি। আর আচরনবিধি চুড়ান্ত হয়ে গেছে তবে ছোটখাটো কিছু বিষয়াদী সংযোজন বিয়োজন চলছে এখনো। আচরণ বিধি ও গঠনতন্ত্রের বিষয়টি আমাদেরকে সিন্ডিকেটেও পাশ করিয়ে নিতে হবে। সবমিলিয়ে মার্চের মাঝামাঝি আমরা সব গুছিয়ে রোডম্যাপ দিতে পারবো আশা করছি। তারপর নির্বাচনটা এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে