ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের তফসিল, নতি স্বীকার করবে না ইসি

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৫:৪৮:০৯
ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের তফসিল, নতি স্বীকার করবে না ইসি

ডুয়া ডেস্ক: আগামী ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

২৩ ফেব্রুয়ারি (রোববার) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সরকার আগামী ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছে এবং নির্বাচন কমিশন ডিসেম্বরকে লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

তফসিল কবে হতে পারে এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, সাধারণত সংসদ নির্বাচনের জন্য ৪০ থেকে ৪৫ দিন সময় নিয়ে তফসিল ঘোষণা করা হয়। তবে এটি ঐকমত্যের ভিত্তিতে নির্ভর করবে যদি আইন সংশোধন সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে কোনো ঐকমত্য আসে। যদি সেটা বিলম্বিত হয় তাহলে তফসিল ঘোষণার সময়ও কিছুটা পরিবর্তিত হতে পারে।

এছাড়া নির্বাচন কমিশন কোনো চাপ অনুভব করছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, "আমরা কোনো চাপ অনুভব করছি না এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করব না।" তিনি আরও বলেন, কমিশন সিইসি সাহেবের বক্তব্যের মাধ্যমে জানান দিয়েছে যে, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে