ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সরকারে উপদেষ্টা নাহিদের শেষ দিন কবে? যা জানা গেল

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৫:৩৪:২৭
সরকারে উপদেষ্টা নাহিদের শেষ দিন কবে? যা জানা গেল

ডুয়া ডেস্ক: নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। এমন গুঞ্জন সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগের পর গণমাধ্যমগুলো প্রায় নিশ্চিত যে, আগামী মঙ্গলবার নাহিদ ইসলামের সরকারের শেষ দিন হবে এবং পরদিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি তরুণদের নতুন দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

সূত্র মতে, ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ হবে। এর জন্য ২৫ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন।

জাতীয় নাগরিক কমিটির নেতারা জানাচ্ছেন, মার্চে রোজা শুরু হওয়ায় তারা ফেব্রুয়ারির মধ্যে দলটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। আত্মপ্রকাশের সময় ১ লাখ লোকের সমাগমের লক্ষ্যে নেতাকর্মীরা কঠোর পরিশ্রম করছেন। অনুষ্ঠানের জন্য কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। যেমন: অনুষ্ঠান প্রস্তুতি, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রস্তুতি কমিটি। এসব কমিটি এখন পর্যন্ত বেশ কয়েকটি সভা করেছে এবং সর্বশেষ শুক্রবারও বৈঠক হয়েছে।

এদিকে দলটির নাম ও সাংগঠনিক কাঠামো নিয়ে এখনও কিছুটা রহস্য রয়েছে। তবে শীর্ষ পদগুলোর ব্যাপারে বেশিরভাগ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ পদে আসতে চলেছেন। এর মধ্যে নাহিদ ইসলামের নেতৃত্বে দলের আহ্বায়ক পদে তার নিজের নাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে।

দলটির সাংগঠনিক কাঠামোয় সমঝোতার ভিত্তিতে দুটি নতুন পদও সৃষ্টি করা হয়েছে, যেমন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব। এর পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গুরুত্বপূর্ণ পদে থাকবেন। তবে কিছু পদ এখনও চূড়ান্ত হয়নি এবং আলোচনা চলছে।

নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, গঠনতন্ত্র, শৃঙ্খলা এবং ঘোষণাপত্রের প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে কমিটি কাজ করছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহের শেষে দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে