ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

টস জিতলো পাকিস্তান, ফিল্ডিংয়ে ভারত

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৪:৫৪:০৩
টস জিতলো পাকিস্তান, ফিল্ডিংয়ে ভারত

ডুয়া ডেস্ক: যখন লড়াইয়ের ময়দানে থাকে আত্মমর্যাদা এবং ঐতিহ্য, তখন কোন দলই কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়। ভারত-পাকিস্তান ম্যাচের আগে সেই উত্তেজনা অনুভূত হতে শুরু করেছে। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি সত্যিকার অর্থেই যেন একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। দুদলই জয় পেতে মরিয়া। এমন ম্যাচে প্রতিপক্ষকে এক ইঞ্চি জায়গা দিতে নারাজ দু’দলই। তাই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান একটুও দ্বিধা করেননি।

সম্প্রতি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ফলাফল খুব একটা ভালো না হলেও অতীতে পাকিস্তান ভারতের বিপক্ষে বেশ সফল ছিল। এখন পর্যন্ত এই দুই দেশের মধ্যে মোট ১৩৫ ওয়ানডে ম্যাচ হয়েছে। যার মধ্যে ভারতের ৫৭টি জয় ও পাকিস্তানের ৭৩টি জয় রয়েছে। তবে বর্তমান পরিসংখ্যানের মধ্যে রয়েছে একটি বড় পরিবর্তন। কারণ সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানকে পরাস্ত করে আসছে।

পাকিস্তানের ভারতের বিরুদ্ধে শেষ জয়টি ছিল ২০১৭ সালে ৮ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ওই জয়টি পাকিস্তানের জন্য এক অতিরিক্ত অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। যা তারা এই ম্যাচে কাজে লাগাতে চায়। তাদের মনোভাব স্পষ্ট— ভারতের বিরুদ্ধে জয়টা পেতে তারা যে কোনো ত্যাগ স্বীকার করবে। এবং এর সাথে তারা বর্তমান পরিসংখ্যানও পাল্টাতে চায়। এটি এমন একটি ম্যাচ যেখানে জয়ের সাথে সম্পর্কিত টুর্নামেন্টে টিকে থাকার অঙ্গীকার।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে দুদলের একাদশে তেমন কোনো পরিবর্তন হয়নি। পাকিস্তানের ফখর জামান নিউজিল্যান্ডের বিপক্ষে চোট পেয়েছিলেন। তার জায়গায় একাদশে ফিরেছেন ইমাম-উল-হক। অন্যদিকে ভারতের একাদশে কোনো পরিবর্তন হয়নি।

পাকিস্তানের একাদশ:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে