ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পুলিশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৩:০৪:৩২
পুলিশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুয়া ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের অধিকার সকল নাগরিকের, কোনো বিশেষ দলের, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের স্বাধীন কর্মচারী হিসেবে তাদের দায়িত্ব পালন করে এবং সুনির্দিষ্ট আইন অনুসরণ করে কাজ করে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সব নাগরিকের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করবে। তারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন বা বেআইনি কার্যক্রমে লিপ্ত হবে না। তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের শপথ নিয়ে বলেন, এরা তাদের কাজের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

এছাড়া আজকের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানান। সমাপনী কুচকাওয়াজে ১ বছরব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষে যারা সেরা ফলাফল অর্জন করেছেন, তাদের সম্মাননা প্রদান করেন।

আইজিপি বাহারুল আলম এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা সহ অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে