ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ফের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১২:১৮:৫৬
ফের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

ডুয়া ডেস্ক: চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ফের শুরু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবকর সিদ্দিক এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলনকৃত কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট, যেখানে ১ নম্বর ও ২ নম্বর ইউনিটের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ২৫০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

তবে ২ নম্বর ইউনিট ২০২০ সালের নভেম্বরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিটও বন্ধ হয়ে যায়। ১৭ ফেব্রুয়ারি ১ নম্বর ইউনিটে বয়লারে লিকেজ দেখা দেয়। যার ফলে সেটিও বন্ধ করতে হয়। ফলে পুরো বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম চার দিন বন্ধ ছিল।

মেরামত কাজ শেষে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ১ নম্বর ইউনিট পুনরায় চালু করা সম্ভব হয়েছে। তবে ৩ নম্বর ইউনিটের মেরামত এখনও চলমান রয়েছে। আশা করা হচ্ছে শিগগিরই এটি চালু হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে