ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বিজ্ঞাপন ছাড়াই দেখা যাবে ইউটিউব ভিডিও

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১২:০৪:০০
বিজ্ঞাপন ছাড়াই দেখা যাবে ইউটিউব ভিডিও

ডুয়া ডেস্ক : ইউটিউব দেখা এখন অনেকেরই নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। তবে বারবার বিজ্ঞাপন আসায় অনেকেই বিরক্ত হয়ে পড়েন, বিশেষ করে যেসব বিজ্ঞাপন স্কিপ করা যায় না।

তবে বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা চাওয়া ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনছে ইউটিউব। জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি এখন বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখার সুযোগ দেবে।

জানা গেছে, শিগগিরি ইউটিউব নিয়ে আসছে প্রিমিয়াম লাইট প্ল্যান। তবে এই প্ল্যানে দেখতে পাবেন না কোনো মিউজিক ভিডিও। কিন্তু পডকাস্ট বা নির্দেশমূলক কনটেন্ট দেখা যাবে। যা অস্ট্রেলিয়া, মার্কিন আমেরিকা, জার্মানি ও থাইল্যান্ডে শুরু হচ্ছে।

পরীক্ষামূলক ভাবে এই প্ল্যান বাজারে নিয়ে আসছে গুগল। তবে আগামীতে আস্তে আস্তে বিশ্বের বাকি দেশগুলোতে শুরু হবে এই পরিষেবা।

এছাড়াও ইউটিউব নিজেদের রেভিনিউ মডেলকে নতুন করে সাজাতে শুরু করেছে। ইউটিউবে যারা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন তারা যা আয় করেন ভবিষ্যতে সেই আয়ের পরিমাণ বাড়াতে চাইছে ইউটিউব।

সেজন্য কেবল বিজ্ঞাপন বাবদ অর্থ থেকে আয় নয় আরো বেশি করে পেইড সাবস্ক্রিপশনের পথেও হাঁটতে চাইছে প্ল্যাটফর্মটি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে