ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পিকনিকের বাস থেকে মাথা বের করে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১১:৫৯:৫০
পিকনিকের বাস থেকে মাথা বের করে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ডুয়া নিউজ: জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকের বাস থেকে মাথা বের করার কারণে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে আঘাত লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনারকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলাম (১৫) সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস পিকনিকের উদ্দেশ্যে গাজীপুরের সাফারি পার্কে যাচ্ছিল। কিছু সময় পরে রাশেদুল ইসলাম বাসের জানালা দিয়ে মাথা বের করলে সড়কের পাশের একটি গাছের সঙ্গে আঘাত লেগে গুরুতর আহত হয়। তাকে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে