ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা, বাড়ল ফি

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১০:২২:৫৫
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা, বাড়ল ফি

ডুয়া ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে আগামী ২ মার্চ থেকে। নির্ধারিত সময়সীমার মধ্যে ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে জরিমানা ছাড়াই এবং ফি পরিশোধের শেষ সময় ১১ মার্চ পর্যন্ত। তবে ফরম পূরণে এই বছরের জন্য সব বিভাগের ফি বেড়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী পরীক্ষার ফলাফল ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে। এরপর শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই তালিকা থেকে ২ থেকে ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে জরিমানা ছাড়া। তবে ১১ মার্চ পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১২ মার্চ থেকে ১০০ টাকা বিলম্ব ফি সহ ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ১৭ মার্চ পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ। এরপর আর ফরম পূরণের সময় বৃদ্ধি করা হবে না।

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৮৫ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ এই বিভাগের ফি বেড়েছে ১০৫ টাকা। একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ফি বেড়ে ২ হাজার ২২৫ টাকা করা হয়েছে, যা গত বছর ছিল ২ হাজার ১২০ টাকা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে