ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডের নতুন বিশ্বরেকর্ড

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ০০:৩১:১০
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডের নতুন বিশ্বরেকর্ড

ডুয়া নিউজ: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ায় একের পর এক দুঃসংবাদ। প্রথমে ছিটকে পড়েন চোটগ্রস্ত প্যাট কামিন্স। এরপর জস হ্যাজলউডের চোট এবং মার্কাস স্টয়নিসের আচমকা ক্রিকেট ছাড়ার ঘোষণায় অজিদের হতাশা বাড়ে।

শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর তাদের নিয়ে আলোচনা কমে গিয়ে চাপে পড়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া দেখিয়ে দিল চ্যাম্পিয়নের মতো ফিরতে তারা প্রস্তুত।

পুর্ববর্তী ইনিংসে বেং ডাকেট একটি দুর্দান্ত ১৬৫ রানের ইনিংস খেলেন। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ইংল্যান্ড ৩৫১ রানের বিশাল টার্গেট দাঁড় করে। কিন্তু অস্ট্রেলিয়া তা তাড়া করে নতুন ইতিহাস রচনা করে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জস ইংলিশের অপরাজিত ১২০ রানের চমৎকার ইনিংসের সৌজন্যে অস্ট্রেলিয়া ৪৭.৩ ওভারে ৫ উইকেটে জয়ী হয়।

ম্যাথু শর্ট, মার্নাস ল্যাবুশেন ও অ্যালেক্স ক্যারি সবাই নিজেদের দায়িত্ব পালন করে দলের ইনিংসকে শক্ত ভিত্তিতে দাঁড় করান। ইংলিশ বোলারদের বিরুদ্ধে দ্রুত উইকেট হারানোর পরও অজি ব্যাটাররা নিজেদের হতাশায় নতি স্বীকার করেনি।

টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। বেন ডাকেটের অসাধারণ ইনিংসে ইংল্যান্ড ৩৫১ রান সংগ্রহ করে। ডাকেট ও জো রুটের মধ্যকার ১৫৮ রানের জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সেরা।

অস্ট্রেলিয়ার বিপরীতে খেলার সময় তাদেরও কিছু সমস্যা হচ্ছিল। ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ দ্রুতই আউট হয়ে যাওয়ার পর ম্যাথু শর্ট ও মার্নাস ল্যাবুশেন ৯৫ রানের জুটি গড়েন। ক্যারি ও ইংলিশের পর শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েল সাহসী ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।

শুরুতে আদিল রশিদ, মার্ক উড এবং জোফরা আর্চার অস্ট্রেলিয়ার রান তাড়ায় তেমন সুবিধা করতে পারেননি। কিন্তু অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটারদের দৃঢ়তায় তারা প্রথম ম্যাচে জয়ের দেখা পেল।

সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে অস্ট্রেলিয়া দলীয় শক্তি ও দৃঢ়তার পরীক্ষা দিয়ে সফল হল। তাদের বহাল রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন হয়ে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে