ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

হামলার শিকার নায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী

২০২৫ ফেব্রুয়ারি ২২ ২১:৪৭:৪০
হামলার শিকার নায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী

ডুয়া নিউজ: নানার বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী মরহুম দিতি ও সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এ হামলার ঘটনা ঘটে এবং লামিয়া অভিযোগ করেছেন, এটি একটি সন্ত্রাসী হামলা।

লামিয়া চৌধুরী তার ফেসবুক লাইভে হামলার দৃশ্য ধারণ করেন, যেখানে কিছু লোক উত্তেজিত হয়ে তার এবং নিকটাত্মীয়দের দিকে তেড়ে আসতে দেখা যায়। তিনি জানান, সন্ত্রাসীরা তাদের গাড়ির দিকে ইট ছুড়েছে, যার ফলে গাড়ির গ্লাস ভেঙে গেছে।

বিষয়টি নিয়ে লামিয়া বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহে নারায়ণগঞ্জে যাই। সেখানে আত্মীয়দের সাথে সময় কাটাতে গিয়েছিলাম। কিন্তু সেখানে পৌঁছানোর পরই সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। তারা অস্ত্র নিয়ে এসেছিল এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার পা ভেঙে গেছে এবং ফোনও কেড়ে নেয়।’

ঘটনা কথা বলতে গিয়ে তিনি কাঁদতে শুরু করেন এবং জানান যে, তার মা-বাবা মারা যাওয়ার পর তিনি একা এই সমস্যা মোকাবেলা করছেন।

লামিয়া আরও বলেন, ‘আমাদের পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা হচ্ছে। মোটা উৎসাহ দিয়ে সবাই আমার পেছনে লেগেছে। আমি একা থাকায় তারা আমাকে ভয় দেখাতে চেষ্টা করছে। আমি আমার আত্মীয়-স্বজনদের জন্য লড়াই করছি।’

তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘আমার পাশে কি কেউ নাই? মা-বাবা মারা গেছে বলে কি কেউ আমার পাশে নেই?’ এবং বিকেল ৪টা ১০ মিনিটে আরেকটি পোস্টে উল্লেখ করেন, ‘আমার পা ভেঙে ফেলেছে ওরা। হাসপাতালে যেতে দিতে চাইছে না।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম বলেন, হামলার ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে হামলার বিষয়ে ভুক্তভোগী এখনো থানায় কোনো অভিযোগ করেননি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে