ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ইতালি যেতে ইচ্ছুকদের জন্য সুখবর ও সতর্কবার্তা

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৮:৩৮:০৫
ইতালি যেতে ইচ্ছুকদের জন্য সুখবর ও সতর্কবার্তা

ডুয়া নিউজ : ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর। আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত জট কেটে যাবে বলে জানিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়েছে এবং উভয় দেশে জালিয়াতিমূলক কার্যকলাপ বোঝা এবং শনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রাখছে। ভিসা ইস্যুতে ইতালীয় পুলিশ পরিচালিত একটি তদন্তে সম্প্রতি দূতাবাসের দুই প্রাক্তন কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। যার মধ্যে একজন ইতালীয় এবং এক বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ ধরনের উদ্যোগ দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য এবং অভিবাসীদের অপব্যবহার ও শোষণ থেকে রক্ষা করার বিষয়ে কঠোর অবস্থান নেওয়াকে প্রমাণ করে বলেও বিবৃতিতে জানানো হয়।

এতে ভিসা আবেদনকারীদের সতর্ক করে দিয়ে বলা হয়, তারা যেন দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কনস্যুলার এবং পরিষেবা ফি ব্যতীত কাউকে কোনো তথ্য বা অর্থ না দেন। পাশাপাশি তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো।

ঢাকার ইতালি দূতাবাস আবেদনকারীদেরকে আবেদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যেকোনো অসদাচরণের অভিযোগ কর্তৃপক্ষের কাছে জানাতে অনুরোধ করেছে।

গত কিছু সপ্তাহে ইতালি থেকে অতিরিক্ত কর্মী আনার ফলে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমে গেছে এবং আগামী মাসগুলোতে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান হওয়ার আশা প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে