ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ড. ইউনূসকে নিয়ে অ্যালেক্স কাউন্টসের লেখা বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৮:০২:৩৪
ড. ইউনূসকে নিয়ে অ্যালেক্স কাউন্টসের লেখা বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’

ডুয়া ডেস্ক : মাইক্রো-ক্রেডিট বা ক্ষুদ্রঋণের ধারণার জন্য বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এজন্য তিনি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারও লাভ করেন। এবার ক্ষুদ্রঋণের প্রসারে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অসামান্য ভূমিকা নিয়ে গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যালেক্স কাউন্টস লিখেছেন ‘স্মল লোনস, বিগ ড্রিমস’।

বইটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে ক্ষুদ্রঋণের যে উদ্ভাবন ও বিকাশ ঘটেছে, তার ক্ল্যাসিক বিবরণ তুলে ধরেছেন অ্যালেক্স।

এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বইটি। ক্ষুদ্রঋণ নিয়ে ব্যবসা শুরুর মধ্য দিয়ে একজন প্রান্তিক নারীর জীবন বদলানোর চিত্র তুলে নিয়ে এসেছেন বইটিতে।

২০০৮ সালে বইটি লেখেন অ্যালেক্স কাউন্টস। তবে এবারই প্রথমবারের মত এটির এশীয় সংস্করণ বের করা হয়। বইটি বাজারে এনেছে ইউপিএল প্রকাশনী। তাদের স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

ইউপিএল প্রকাশনীর পরিচালক মাহরুখ মহিউদ্দিন জানান, “গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যালেক্স কাউন্টসের লেখা বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’-এর এশীয় সংস্করণ প্রথমবারে মত বইমেলায় আনা হয়েছে।”

এ্যালেক্স কাউন্টস ‘স্মল লোনস, বিগ ড্রিমস’-এর এশীয় সংস্করণে ক্ষুদ্রঋণের ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেখিয়েছেন কীভাবে অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে পরিবেশগত সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ ব্যাংক তার কর্মপদ্ধতি পরিবর্তন করেছে। বইটিতে তিনি গ্রামীণ মডেল নিয়ে সমালোচকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন এবং ইউনূসের অসাধারণ দৃষ্টিভঙ্গির দীর্ঘমেয়াদি প্রভাব ব্যাখ্যা করেছেন।

এই বইয়ে লেখক আরও দেখিয়েছেন, ক্ষুদ্র ঋণ অর্থনৈতিক বৈষম্য কমাতে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি সুবিধাবঞ্চিত মানুষকে বৈশ্বিক অর্থনীতিতে সৃজনশীলভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয় বলেও বইটিতে বর্ণনা করা হয়েছে।

এ্যালেক্স কাউন্টস অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহায়তায় ১৯৯৭ সালে গ্রামীণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ২০১৬-১৭ সালে আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি ও সিইও হিসেবে কাজ করেন। কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জন এফ. কেনেডি মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন।সূত্র: বাসস

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে