ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

উত্তরে কাঁপছে প্রাণ-প্রকৃতি, জনজীবনে বিপর্যয়

২০২৪ ডিসেম্বর ১৫ ০৭:৪২:৫৫
উত্তরে কাঁপছে প্রাণ-প্রকৃতি, জনজীবনে বিপর্যয়

ডুয়া নিউজ: আজ অগ্রহায়ণের শেষ দিন। কাল সোমবার আনুষ্ঠানিকভাবে শীতকাল শুরু হবে। তবে এখন থেকেই শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের কারণে প্রকৃতিতে স্থবিরতা নেমে এসেছে।

তীব্র শীতের মাঝেও কৃষকরা কাজ ছাড়তে পারছেন না। জমিতে না গেলে ফসলের ক্ষতি হতে পারে। ফলে শীত-কুয়াশা উপেক্ষা করেই উত্তরাঞ্চলের কৃষকেরা মাঠে কাজ করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকে শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এতে পঞ্চগড়, চুয়াডাঙ্গা, এবং রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার বেড়ে ৯.২ ডিগ্রি হয়েছে। চুয়াডাঙ্গায় গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি, আর রাজশাহী ও যশোরে যথাক্রমে ৯.৭ ডিগ্রি এবং ১০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

পঞ্চগড়ের কৃষকরা বলছেন, “ফসল বাঁচাতে মাঠে যেতে হচ্ছে, কিন্তু শীতে কাজ করতে কষ্ট হচ্ছে।” একইভাবে, পঞ্চগড়ের কৃষকদের ক্ষেত্রেও তীব্র ঠাণ্ডা কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, চলতি সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

রাজশাহীতে শীতের কারণে শ্রমজীবী মানুষ ভোগান্তিতে রয়েছেন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তারা বলছেন, আগামী এক-দুই দিন রাজশাহীর আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।

শীতকালীন দুর্ভোগের মধ্যে সরকারি উদ্যোগে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণও শুরু হয়েছে। শীত চলে গেলেও কৃষকপ্রধান দেশের এই অঞ্চলগুলোতে শীতে ভোগান্তির কিছুটা হলেও অবসান হবে সেই আশায় প্রত্যাশা প্রকাশ করছেন সবারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে