ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৬:২৮:৪৩
মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক

ডুয়া ডেস্ক : মালয়েশিয়ায় অব্যাহত রয়েছে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান। এই অভিযানে ৮৫ বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ৬৩০ জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে দেশটির ক্লাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে অভিবাসন বিভাগ।

সকালে ক্লাং মেরুর সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সে অভিযান চালানোর সময় চারপাশের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের একটি এনফোর্সমেন্ট টিম মার্কেটে প্রবেশ করলে সবাই এদিক-সেদিক ছুটাছুটি করতে শুরু করে। এ সময় কিছু অভিবাসী ড্রেনে শুয়ে পড়েন। অনেকেই টেবিলের নিচে গুটিয়ে বসেন। আবার কেউ কেউ এলাকা ত্যাগ করার চেষ্টা করেন।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, “বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৬৩০ জন বিদেশীকে আটক করা হয়েছে এবং ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেয়া হয়েছে। আটকদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং দু’জন নারী রয়েছেন। যার মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশী, নয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন।”

জাফরি আরও বলেন, “আটকরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে অপরাধ করেছেন, যার মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ নথির অভাব, ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে