ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডে মানাকি স্কলারশিপের সুযোগ

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৬:১১:৪৫
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডে মানাকি স্কলারশিপের সুযোগ

ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ড সরকার। আবার আন্তর্জাতিক শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য অনেকেই দেশটিতে যাচ্ছেন। এর মধ্যে অন্যতম কারণ হলো মানাকি স্কলারশিপ।

ইতোমধ্যে, নিউজিল্যান্ড সরকার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য মানাকি স্কলারশিপে আবেদন গ্রহণ শুরু করেছে। এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, যা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদনকারীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রির জন্য এই বৃত্তিতে আবেদন করতে পারবেন। নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এই বৃত্তির সব ব্যয় বহন করবে।

বৃত্তির সুযোগ-সুবিধা

মানাকি বৃত্তিটিতে উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে ৫৩১ নিউজিল্যান্ড ডলার দেয়া হবে। ভাতা হিসেবে থাকছে ৩০০০ নিউজিল্যান্ড ডলার। এই অর্থ আবাসন খরচ, পাঠ্যপুস্তক বা অন্যান্য অধ্যয়ন উপকরণের জন্য ব্যয় করা যাবে। এছাড়াও রয়েছে স্বাস্থ্যবিমা, ভ্রমণ ভাতা ও নিজ দেশে যাওয়া এবং ফিরে আসার টিকিটের ব্যবস্থা।

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে- অকল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অকল্যান্ড বিশ্ববিদ্যালয়, ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়, ওটাগো বিশ্ববিদ্যালয়, ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়, ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, ম্যাসি বিশ্ববিদ্যালয়, লিংকন বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইউনিটেক ইনস্টিটিউট অব টেকনোলজি।

যেসব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা, ক্যারিবীয়, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ আরও কয়েকটি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে

সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক

ইংরেজি দক্ষতা IELTS স্কোর ৬.৫ বা সমমানের সনদ থাকতে হবে

আবেদন প্রক্রিয়া: আবেদন অনলাইনে করতে হবে। আগ্রহী প্রার্থীরা নিউজিল্যান্ড সরকারেরঅফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে