ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অর্ধেক কোটা খালি রেখেই আজ শেষ হচ্ছে হজ নিবন্ধন

২০২৪ ডিসেম্বর ১৫ ০৭:৩২:৩৭
অর্ধেক কোটা খালি রেখেই আজ শেষ হচ্ছে হজ নিবন্ধন

ডুয়া নিউজ: ২০২৫ সালের হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ। তবে হজযাত্রীদের মধ্যে আগেম মতো সাড়া মেলেনি। একাধিকবার সময় বৃদ্ধি করার পরও এখনো কোটা খালি রয়েছে।

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয় এবং সাড়ে তিন মাসে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মাত্র ৫৫ হাজার৯২৫ জন হজযাত্রী নিবন্ধন করেছেন, যা প্রায় ৪৪ শতাংশ।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭১ হাজার ২৭৩ জনের কোটা এখনো খালি রয়েছে, যা ৫৬ শতাংশের বেশি। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান হজ প্যাকেজ মূল্য গত বছরের তুলনায় অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। অনেকেই রাজনৈতিক পরিস্থিতির কারণে আগ্রহী হচ্ছেন না, যদিও তাদের সামর্থ্য রয়েছে। এছাড়া, বিমান ভাড়া ও হজ প্যাকেজ তৈরি করতে জটিলতাও হজযাত্রীদের সায় কমিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, নিবন্ধনের সময় বাড়ানো সম্ভব নয়। কিন্তু শূন্য পদের দিক বিবেচনা করে কিছু সময়ে আরো নিবন্ধন পেতে পারে।

এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬৩৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২৯০ জন নিবন্ধন করেছেন। আগামী বছর চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সরকার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে সাধারণ প্যাকেজের খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং বিশেষ প্যাকেজের খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এবার হজের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা লক্ষ্যণীয় হয়েছে। কারণ হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কমিটি বাতিল করে প্রশাসক বসানো হয়েছে, যা দুই গ্রুপে বিভক্ত রয়েছে। হজ এজেন্সি মালিকরা বলছেন, সংগঠনের অভাব ও ধর্ম মন্ত্রণালয়ের নতুন কর্মকর্তাদের সঙ্গে সমস্যার কারণে হজ ব্যবস্থাপনায় কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে