ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

চীনে এআই শিক্ষার প্রসার, বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হলো নতুন কোর্স

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৫:২৪:২৯
চীনে এআই শিক্ষার প্রসার, বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হলো নতুন কোর্স

ডুয়া ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে চীনের উদীয়মান স্টার্টআপ ডিপসিক। প্রতিষ্ঠানটি তাদের উন্নত প্রযুক্তির প্রসার বাড়াতে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিপসিক এআই কোর্স চালু করেছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের এআই প্রযুক্তির গভীর জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ করে দেবে। খবর রয়টার্সের

প্রতিবেদন বলা হয়, চীনা সরকার দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন লক্ষ্যকে এগিয়ে নিতে এ উদ্যোগ গ্রহণ করেছে। এটি শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে প্রযুক্তিগত অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।

ডিপসিকের তৈরি ‘ডিপসিক-ভিথ্রি’ ও ‘ডিপসিক-আর ওয়ান’ মডেল ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে।

সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদ ও মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এই এইআইগুলো ওপেনএআই ও মেটার উন্নত মডেলের মতোই কার্যকরী। অনেকেই একে ‘স্পুটনিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন—যেমনটা হয়েছিল ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময়।

এ সপ্তাহেই দক্ষিণ চীনের শেনঝেন বিশ্ববিদ্যালয়ে ডিপসিকের উপর ভিত্তি করে একটি এআই কোর্স চালু হচ্ছে। এতে কেবল প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং এআই-এর নিরাপত্তা, গোপনীয়তা, নৈতিকতা ও অন্যান্য চ্যালেঞ্জ সম্পর্কেও শিক্ষার্থীদের জানানো হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ‘প্রযুক্তিগত উদ্ভাবন ও নৈতিকতার মধ্যে ভারসাম্য রক্ষা’ করার উপায় খুঁজতে সহায়তা করবে।

এছাড়া, পূর্ব চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের শিক্ষাক্রমে ডিপসিক কোর্স অন্তর্ভুক্ত করেছে। সাংহাইয়ের জিয়াও টং বিশ্ববিদ্যালয় তাদের এআই গবেষণার জন্য ডিপসিকের উন্নত টুল ব্যবহার করছে। রেনমিন বিশ্ববিদ্যালয় শিক্ষাদান, গবেষণা ও প্রশাসনিক কাজে ডিপসিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে।

অন্যদিকে, চীন ২০৩৫ সালের মধ্যে ‘শক্তিশালী শিক্ষিত জাতি’ গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। এর লক্ষ্য হলো এমন একটি উচ্চমানের শিক্ষা ব্যবস্থা তৈরি করা, যা বিশ্বমানের হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে