ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

কুয়েট ভিসির বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৫:১২:৪০
কুয়েট ভিসির বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

ডুয়া নিউজ : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশেষ সিন্ডিকেটের নেওয়া সিদ্ধান্ত প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে 'রক্তাক্ত কুয়েট' চিত্র প্রদর্শনী শেষে তারা এই ঘোষণা দেন এবং পরে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এ সময় শিক্ষার্থীরা জানান, সিন্ডিকেটে কিছু দাবি কৌশলে এড়িয়ে নিজেদের মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার সঙ্গে শিক্ষার্থীরা কোনোভাবেই একমত না। সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

তারা আরও বলেন, আমরা ভিসি স্যারকে নির্যাতন করেছি বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা ‘সম্পূর্ণরূপে মিথ্যা’। আমরা যথেষ্ট সম্মানের সঙ্গে আচরণ করেছি। অপপ্রচার চালানো হয় প্রশাসন আমাদের পাঁচটি দাবি মেনে নিয়েছে, অথচ এটিও ‘মিথ্যা’। আমাদেরকে কেবল আশ্বস্ত করা হয়েছে। তারা যে কমিটি গঠন করেছে সে কমিটিতে সাধারণ ছাত্রদের কাউকে রাখা হয়নি। সন্ত্রাসীরা যে নৃশংস হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ ছবি থাকার পরেও প্রশাসন নির্বিকার। এটা সাধারণ ছাত্রদের প্রতি তামাশা ছাড়া আর কিছুই নয়।

এজন্য ভিসি স্যারের বাসভবনে তালা ঝুলানো হয়েছে বলে জানান তারা।

তবে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বর্তমানে ওই বাসভবনে অবস্থান করছেন না বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে শিক্ষার্থীরা ‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে গত ১৮ ফেব্রুয়ারির হামলার চিত্র প্রদর্শনী আয়োজন করেছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে