ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

‘সবকিছু আগের মতো চলবে বলে জুলাই বিপ্লব হয়নি’

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৫:০৪:০৭
‘সবকিছু আগের মতো চলবে বলে জুলাই বিপ্লব হয়নি’

ডুয়া ডেস্ক : অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেছেন, সবকিছু আগের মতো চলবে বলে জুলাই বিপ্লব হয়নি, বাধাবিপত্তিকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

এসময় উপদেষ্টা অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পরতে হবে? স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।’

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত।’

উপদেষ্টা বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা স্বত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮.৯০ টাকা। অথচ সরকার কেনে ১২ টাকায়।’ ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘৭০ টাকায় গ্যাস কিনে সরকার কমদামে দিতে পারবে না।’

তিনি আরও বলেন, দেশের ট্যাক্স সিস্টেম, ব্যবসায়ীদের নৈতিকতার সংস্কার ছাড়া সফলতা আসবে না। দেশের এক বিশাল জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে বসবাস করে। মানুষের নৈতিক দায় এবং ধর্মীয় দায় থেকে হলেও সম্পদের সুসম বণ্টন করা উচিত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে