ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দুর্নীতিবাজদের চাবুক মারতে বললেন সাবেক বিচারপতি আবদুর রউফ

২০২৪ ডিসেম্বর ১৪ ২২:৩৯:১০
দুর্নীতিবাজদের চাবুক মারতে বললেন সাবেক বিচারপতি আবদুর রউফ

ডুয়া নিউজ: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, ‘দুর্নীতিবাজদের সাজা দেওয়ার জন্য প্রকাশ্যে চাবুক মারার আইন প্রতিষ্ঠা করতে হবে। যদি দুই বছরের মধ্যে তিনবার চাবুকের পর দুর্নীতিবাজ সংশোধিত হন, তবে তাকে দায়মুক্তি দেওয়া হবে।’

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানী উত্তরায় দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি'র ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের প্রথম সম্মেলনে একথা বলেন তিনি।

অ্যাডভোকেট হুমায়ন কবিরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, অধ্যাপক ড. মো. শামসুদ্দিন, ড. আব্দুল হক তালুকদার, উইং কমান্ডার (অব.) আমিনুল ইসলাম, লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, পারভীন নাসের খান ভাসানী, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, নুরুল হুদা মিলু চৌধুরী, মো. হাবিবুর রহমান, শওকত আলী খান, আদিনা খান, সেলিনা আক্তার শ্যামলী এবং এম এম সাদ প্রমুখ।

সম্মেলনে অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়াকে আহ্বায়ক ও আবুল কালাম আজাদকে সদস্যসচিব ঘোষণা করে ৩৩ সদস্যের ঢাকা মহানগর উত্তরের কমিটি গঠন করা হয়।

কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তারা হলেন- দেলোয়ার হোসেন, উইং কমান্ডার (অব.) মীর আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের মণ্ডল, শওকত আলী খান, এস কে ইসলাম, সৈয়দ আবদুল মুয়ীদ, প্রকৌশলী ড. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, অধ্যাপক ড. শরীফ সাকি ও মনোয়ার শামস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে