ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

লোকোমাস্টারের দক্ষতায় রক্ষা পেলেন অটোরিকশার যাত্রীরা

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৩:১৩:৫০
লোকোমাস্টারের দক্ষতায় রক্ষা পেলেন অটোরিকশার যাত্রীরা

ডুয়া ডেস্ক : এবার লোকোমাস্টারের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেলেন অটোরিকশার যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন আসার সময় অবৈধ লেভেল ক্রসিংয়ে যাত্রীসহ অটোরিকশা আটকে যায়। তবে ট্রেন চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অটোরিকশার যাত্রীরা।

গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কাউতুলী এলাকায় এ ঘটনা ঘটে। চালক শাহ মো. এনায়েত হোসেন খান দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে ট্রেন থামিয়ে যাত্রীদেরকে রক্ষা করেন।

জানা যায়, জামালপুর থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ত্যাগ করে। যখন ট্রেনটি কাউতলী এলাকার সেতুর কাছে পৌঁছায়, তখন একটি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধ লেভেল ক্রসিংয়ে আটকে পড়ে। ট্রেনের চালক দূর থেকে পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় ট্রেনের চালক এনায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, “ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনটি প্রায় ৫০ কিলোমিটার গতিতে চলছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পর একটি বাঁকের জায়গায় রেললাইন পার হতে গিয়ে অটোরিকশা আটকে যায়। শুরুতে অটোরিকশাটি দেখা যায়নি। তবে যখন দেখি তখন খুব কাছাকাছি চলে আসি। ভেপু বাজাতে থাকি যেন অটোরিকশা সরে যায়। কিন্তু সেটি সরছিল না। এরপর চেষ্টা করি ট্রেন থামানোর। আল্লাহর রহমতে অটোরিকশা থেকে দুই-তিন হাত দূরে ট্রেন থেমে যায়।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে