ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সীমান্ত হত্যা তদন্ত করার সিদ্ধান্ত বিজিবি-বিএসএফের

২০২৫ ফেব্রুয়ারি ২২ ০৮:১৭:৪৫
সীমান্ত হত্যা তদন্ত করার সিদ্ধান্ত বিজিবি-বিএসএফের

ডুয়া নিউজ: বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোনো হত্যাকাণ্ডের ক্ষেত্রে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ।

গত ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৫ তম সীমান্ত সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্মেলনে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

উভয় দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যৌথ পরিদর্শক দল দ্বারা পরিদর্শন ও আলোচনার গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, সীমান্তের সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও তাদের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বিএসএফ মহাপরিচালককে সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার আহ্বান জানান।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী সীমান্তে হত্যাকাণ্ডের সমস্যা সমাধানে "অ-প্রাণঘাতী" নীতি অনুসরণের প্রতিশ্রুতি দেন।

সম্মেলনে সীমান্তে যৌথ টহল বৃদ্ধি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সহিংসতা ও সীমান্ত হত্যার ঘটনা প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মানবপাচার রোধসহ সীমান্তে অপরাধ দমন এবং আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন প্রতিরোধের জন্য নজরদারি বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

সম্মেলনে সীমান্তের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, নদী খাল ব্যবস্থাপনা এবং পরিবেশগত সমস্যার সমাধানের জন্য যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে