ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে যা বললেন শেবাগ

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৮:৪৯:২৮
বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে যা বললেন শেবাগ

ডুয়া ডেস্ক : দুবাইতে গতকাল বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। তখন মনে হয়েছিল, ভারত সহজেই ম্যাচটি জিতে যাবে। তবে তাওহিদ হৃদয়ের ১০০ রানের সেঞ্চুরি এবং জাকের আলী অনিকের ৬৮ রানের অবদানে বাংলাদেশ ২২৮ রানের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর তৈরি করে, যা ম্যাচে লড়াইয়ের সুযোগ তৈরি করে।

তবে বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ম্যাচটি জিতে নিয়েছে। শুবমান গিলের হার না মানা সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এদিকে ভারতের ম্যাচ জয়ের পর বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।

৪৬ বছর বয়সী সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগের মতে, ভারতের জয় নিয়ে তাঁর মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এমনকি বাংলাদেশকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্যও করেছেন তিনি।

ম্যাচ চলাকালে ভারতীয় সমর্থকদের মনে ভয় জেগেছিল কি না, ক্রিকবাজের ম্যাচ পরবর্তী শো-তে এমন প্রশ্নের জবাবে শেবাগ বলেছেন, ‘আমার মনে হয় না (কেউ ভয় পেয়েছিল)। এটা বাংলাদেশ, তোমরা এত প্রশংসা করছো.. তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছো যে, না জানি আমরা কার সঙ্গে খেলছি।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে