ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ঢাবির সূর্য সেন হলে লুঙ্গি চুরি করতে গিয়ে যুবক আটক

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৫:০৫:৫০
ঢাবির সূর্য সেন হলে লুঙ্গি চুরি করতে গিয়ে যুবক আটক

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে গভীর রাতে লুঙ্গি চুরি করতে গিয়ে ধরা পড়লেন এক যুবক। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হলের উত্তর ব্লকের ৩১৫ নম্বর কক্ষের সামনে থেকে লুঙ্গি চুরি করে বস্তায় ঢোকানোর সময় শিক্ষার্থীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে সকালে তাকে হল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, আটক ওই যুবকের নাম আনবির আহমেদ ইনজামাম। দীর্ঘদিন ধরে এ এফ রহমান হলের ৩০১ নম্বর কক্ষে থাকতেন তিনি। ফেসবুকে দেওয়া তথ্য মতে, ইনজামাম নটরডেম কলেজের শিক্ষার্থী এবং তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩১৫ নম্বর কক্ষের সামনে থেকে লুঙ্গি নিয়ে বস্তায় ঢুকানোর সময় আনবির আহমেদ ইনজামামকে আটক করা হয়। প্রথমে তার নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে।

লুঙ্গি বস্তায় কেন ঢুকাচ্ছেন— এমন প্রশ্ন করলে ইনজামাম বলেন, এই প্রথম নাকি তিনি এই হলে এসেছেন। পরে তার মোবাইল ফোন চেক করেন শিক্ষার্থীরা। তার ফোনে ছাত্রদলের পূরণ করা সদস্য ফর্ম পাওয়া যায়। এ ছাড়া নেতাদের সঙ্গে ছবি এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের তথ্যও পাওয়া যায়।

এ বিষয়ে সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বলেন, এখন আমরা তাকে (যুবক) নিয়ে বসেছি। আমাদের হাউস টিউটররা আসছেন। এখনো তার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, এই ছেলে কলেজে পড়ার পর আর পড়েনি। বিভিন্ন হলে তার বন্ধু রয়েছে। আমাদের হলেও একজন আছে। তাকেও ডাকা হয়েছে। এ এফ রহমান হলের যে বন্ধু রয়েছে সে বরিশাল। তার সাথে কথা হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে