ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৪:২৫:৪০
৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ডুয়া ডেস্ক: কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ জন বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। স্থানীয় সময় বুধবার এই ৪৫ জনকে বাংলাদেশে পাঠানো হয়।

এর আগে কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) ৬৮ বিদেশিকে আটক করে। তাদের মধ্যে ৪৫ জনই বাংলাদেশি।

একেপিএস জানায়, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশের দাবি করলেও ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। তারা বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। পরে ১৬ পাকিস্তানি, ৪৫ বাংলাদেশি এবং ৭ ভারতীয় নাগরিককে কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে আসা হয়। কাগজপত্র যাচাইয়ের পর তাদের প্রবেশে অনুমতি না দিয়ে 'নোটিশ টু লিভ' (এনটিএল) দেওয়া হয়।

এছাড়াও একেপিএস জানিয়েছে যে, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে বেশি এনটিএল ইস্যু করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কেএলআইএ কর্তৃপক্ষ ২,৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে। যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক নয়। তাই তাদের প্রবেশ অনুমতি দেওয়া হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে