ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী আয়োজিত ‘বৃহৎ উন্মুক্ত কনসার্ট’ স্থগিত

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১১:৪০:১৭
বৈষম্যবিরোধী আয়োজিত ‘বৃহৎ উন্মুক্ত কনসার্ট’ স্থগিত

ডুয়া ডেস্ক: ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজন করা হলেও এটি হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।

বৃহস্পতিবার রাতে আয়োজকদের পক্ষ থেকে কনসার্টটি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে স্থগিতের সঠিক কারণে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

আয়োজকদের দাবি অনুযায়ী, কনসার্টে দেশের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করার কথা ছিল। এতে নগর বাউল জেমস, ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, এবং আরও অনেক শিল্পী অন্তর্ভুক্ত ছিল। কনসার্টটি নিরাপত্তা ইস্যুর কারণে আপাতত স্থগিত করা হয়েছে এবং কবে এটি পুনরায় অনুষ্ঠিত হবে। সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে