ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

৪৭ থেকে ৫২ এবং ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস আলম

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১০:২৫:৩৫
৪৭ থেকে ৫২ এবং ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস আলম

ডুয়া ডেস্ক: ৪৭ থেকে ৫২ এবং ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, "আমরা বিশ্বাস করি ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ সালের সংগ্রামের মধ্যে একটি অভিন্ন সূত্র বিদ্যমান। ভাষা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষাগ্রহণ করে তরুণ প্রজন্ম একত্রিত হয়ে আগামীর বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। এটাই আমাদের আজকের শপথ।"

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথোপকথনে এ মন্তব্য করেন। তিনি জানান, "জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মহান শহীদ দিবসে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। ১৯৫২ সালে ভাষার দাবিতে যারা রাজপথে নেমেছিলেন তাদের সংগ্রামী চেতনা আজ আমাদের অনুপ্রাণিত করছে।"

সারজিস আলম তুলে ধরেন, "১৯৫২ সালে যখন আমাদের পূর্বসূরীদের ভাষা আন্দোলনে বাধার সম্মুখীন হতে হয়েছিল। তখনও তারা তাদের যৌক্তিক দাবির জন্য লড়াই করেছিলেন। আজও ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা যখন রাজপথে নেমেছে তাদের বিরুদ্ধে আবারও বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে আমরা আত্মবিশ্বাসী যৌক্তিক দাবির এ যুদ্ধে পূর্বসূরীদের পথ অনুসরণ করে আমরা আমাদের রক্ত ও আত্মত্যাগ দিয়ে জয়ী হব। স্বৈরাচারকে উৎখাত করা আমাদের লক্ষ্য এবং আমরা আমাদের দাবি আদায় করে দেখাব।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে