ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

একুশের রক্তাক্ত পথ ধরেই এদেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়েছে : তারেক রহমান

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১০:১৪:৫৮
একুশের রক্তাক্ত পথ ধরেই এদেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়েছে : তারেক রহমান

ডুয়া ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি বাণীতে বলেছেন, "একুশের রক্তাক্ত পথ ধরেই এদেশের জনগণ শৃঙ্খলমুক্ত হয়েছে।" তিনি এই দিনটিকে আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তারেক রহমান বলেন, "দেশ স্বাধীন হলেও আধিপত্যবাদী শক্তি এখনও আমাদের ভাষা এবং সংস্কৃতির ওপর আগ্রাসন চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।" তিনি জাতির স্বার্থ রক্ষার জন্য ন্যায়বিচার এবং প্রকৃত গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, "বাংলাদেশের ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদ এবং ঐক্যের অনুভূতি জাগ্রত করেছে।" একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং এর মাধ্যমে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে।

মহান শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত কর্মসূচির সাফল্য কামনা করে তিনি ভাষা শহীদদের আত্মার শান্তি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে